Sunday January 2026

হটলাইন

কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩ এ ১১:১১ AM

কোভিড-১৯ টিকা কার্ডের তথ্য সংশোধন

কন্টেন্ট: পাতা

কোভিড-১৯ ভ্যাক্সিন ম্যানেজমেন্ট সিস্টেম ( সুরক্ষা )

কোভিড-১৯ ভ্যাক্সিন ম্যানেজমেন্ট সিস্টেম "সুরক্ষা" তে "টিকা কার্ড" এর তথ্য সংশোধনের নিয়মাবলীঃ


১। কোভিড-১৯ টিকা কার্ড এর তথ্য সংশোধনের আবেদন ফর্মটি এখান থেকে ডাউনলোড করে প্রিন্ট করতে হবে। আবেদন ফর্ম ডাউনলোড

২। আবেদন ফর্মটি পূরণ করে এর সাথে নিম্নের কাগজপত্রের ফটোকপিসমূহ সংযুক্ত করে উপজেলা আইসিটি অধিদপ্তর, ইসলামপুর, জামালপুর ( উপজেলা পরিষদ নিচ তলা ) এ জমা দিতে হবে।

  1. টিকাকার্ড
  2. এনআইডি/জন্ম নিবন্ধন সনদ (যা দিয়ে সুরক্ষা সিস্টেমে রেজিস্ট্রেশন করা হয়েছে)
  3. সংশোধনের তথ্যের সাথে সম্পর্কিত এবং যুক্তিসঙ্গত অন্যান্য প্রমাণক যেমনঃ একাডেমিক সনদ / পাসপোর্ট, পিতা-মাতার এনআইডি/জন্ম নিবন্ধন সনদ ইত্যাদি ( যদি থাকে )

৩। আবেদন জমা দেওয়ার ৭ কার্য দিবসের মধ্যে যাচাই সাপেক্ষে সংশোধন প্রদান করা হবে যা সাথে সাথে সুরক্ষা সিস্টেমে হালনাগাদ হয়ে যাবে।


যেকোন প্রয়োজনে যোগাযোগ করুনঃ এ, কে, এম, মোস্তফা মনোয়ার, সহকারী প্রোগ্রামার ( উপজেলা আইসিটি অফিসার ), হোয়াটসঅ্যাপঃ ০১৭৪২১০৫০৮১, ইমেইলঃ mmonowarcse09@gmail.com

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন